• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ০৫:২১ পিএম
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

আইনজীবী হিসেবে সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলে তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমে আইনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হতে হয়, এরপর ন্যূনতম ১০ বছর পেশায় অভিজ্ঞ একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ছয় মাস পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!