• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিগগিরই প্রাথমিকে আসছে বড় নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৫, ০৯:২০ পিএম
শিগগিরই প্রাথমিকে আসছে বড় নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে।

সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর টেলিটক মোবাইল অপারেটরের সঙ্গে সভা করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম গণমাধ্যমকে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা ইতিমধ্যে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দ্রুত সার্কুলার প্রকাশের জন্য অনলাইনে আবেদন গ্রহণের সফটওয়্যার ডেভেলপ করতে টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে, রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বিধি ৭-এর উপ-বিধি (২)-এর দফা (খ)-এ ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!