• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেল ছাড়াই যেভাবে স্বাদের মাছ রান্না করবেন 


লাইফস্টাইল ডেস্ক মে ৮, ২০২২, ০৪:২১ পিএম
তেল ছাড়াই যেভাবে স্বাদের মাছ রান্না করবেন 

ছবি : সংগৃহীত

ঢাকা : তেলের দাম দিন দিন বেড়েই চলেছে। কিন্তু চিন্তা নেই। তেল ছাড়াই রান্না করতে পারেন স্বাদের মাছ। কেননা খাবারের গুণ ও স্বাদ নির্ভর করে এতে ব্যবহার করা মসলার ওপরে। এক্ষেত্রে তেলের তেমন একটা ভূমিকা নেই বললেই চলে। তাই জেনে নিতে পারেন তেল ছাড়াই রান্নার উপায়।

অনেক খাবার আছে যেগুলো তৈরি করতে তেলের প্রয়োজন হয় না। সেসব খাবার রাখতে পারেন প্রতিদিনের খাবারের তালিকায়। সেইসঙ্গে যেসব খাবার সাধারণত তেল দিয়ে রান্না করা হয়, সেগুলোও তেল ছাড়া রান্না করে খেতে পারেন। 

জেনে নিন তেল ছাড়া মাছ রান্নার রেসিপি:

তৈরি করতে যা লাগবে

বড় মাছ- ৪-৫ টুকরা
বেগুন- ১টি
টমেটো- ২টি
রসুন কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৪টি
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : চুলায় কড়াই দিয়ে তাতে আধা কাপ পানি দিন। এরপর তার সঙ্গে কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে রান্না করুন ২-৩ মিনিট। এরপর সেই মসলায় মাছ, বেগুন ও টমেটোর টুকরা একসঙ্গে দিয়ে দিন। এবার ভালো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!