• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে ২৪ ভুয়া তথ্য


নিউজ ডেস্ক মে ২১, ২০২৫, ০৫:২৩ পিএম
সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে ২৪ ভুয়া তথ্য

ঢাকা: দেশের সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে কয়েকটি ভারতীয় গণমাধ্যমেও খবর প্রকাশ করা হয়েছে। 'টক-শোর' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হয়েছে ভিভিন্ন ভুয়া তথ্য।

বাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে এসব ভুয়া তথ্য শনাক্ত করেছে সেনাবাহিনী।

বুধবার (২১ মে) ২৪টি ভুয়া তথ্য ও খবর বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

সেনাবাহিনীর ওই পোস্টে ২৪টি ছবি সংযুক্ত করা হয়েছে। এগুলো ঘেটে দেখা গেছে, বেশ কয়েকটি ভুয়া তথ্য সংবাদ হিসেবে প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যম। 'আজ-তাক বাংলা' তাদের একটি শিরোনাম করেছে, 'প্রাণ বাঁচাতে ভারতে কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?'।

অন্য একটি সংবাদে তারা শিরোনাম করেছে, 'বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে খমতের প্ল্যান করেছিল?'। কলকতা নিউজ নামের একটি উইটিউব চ্যানেলের একটি ভিডিওর শিরোনাম করা হয়েছে, 'ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?'

এ ছাড়াও দেশে ও দেশের বাইরে থাকা কয়েকজন ইউটিউবার বিভিন্ন শিরোনামে ভুয়া তথ্য ছড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেসবুকের ভেরিফায়েড পেজে ছবিগুলো 'ফেক কার্ড' হিসেবে পোস্ট করলেও অন্য কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী। 

আইএ

Wordbridge School
Link copied!