• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিএসে সুপারিশ পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা সম্পর্কে যা জানা গেল


সোনালী ডেস্ক ডিসেম্বর ১, ২০২৫, ০৪:২০ পিএম
বিসিএসে সুপারিশ পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা সম্পর্কে যা জানা গেল

ফাইল ছবি

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামলার ঘটনায় অভিযুক্ত রাইসুল ইসলাম। সরকারি কর্ম কমিশন গত বুধবার ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তাদের মাঝেই রয়েছেন রাইসুল।

ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪–১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত মার্চে জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের তালিকায় তার নাম ছিল ৭২ নম্বরে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে রাইসুলকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা যায়। পরদিন বিভিন্ন গণমাধ্যমেও তার হামলার ছবি প্রকাশিত হয়।

এরপর ১৭ মার্চ ঢাবি সিন্ডিকেট সভায় জুলাই অভিযুক্ত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এতে রাইসুলও অন্তর্ভুক্ত ছিলেন।

রাইসুলের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই সন্ত্রাসী গত বছরের ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিল, অথচ এখন সে পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!