• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিচ্ছেদের এক মাস পর ফের সাবিকুন নাহারকে বিয়ে করলেন আবু ত্বহা


সোনালী ডেস্ক ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩৩ পিএম
বিচ্ছেদের এক মাস পর ফের সাবিকুন নাহারকে বিয়ে করলেন আবু ত্বহা

ফাইল ছবি

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের বিচ্ছেদ ঘটে ২১ অক্টোবর। প্রায় এক মাসের ব্যবধানেই তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার এই তথ্য নিজেই জানিয়েছেন সাবিকুন নাহার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী। জীবনে সব হিসাবই শেষ পর্যন্ত পরকালের বিচার-আদালতের কাছে গিয়ে জমা হবে। সেই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত। কে কী ভাববে, সে হিসাব তিনি আর রাখেন না।

দুই সন্তানের টান তাদের আবারও একই ছাদের নিচে ফিরিয়ে এনেছে। সাবিকুন নাহার লিখেছেন, প্রতিদিন আয়িশা বাবাকে খোঁজে। কিছুক্ষণ পর পর একই প্রশ্ন- বাবা কোথায়? বাবার কাছে কখন যাবে? এই প্রশ্নগুলোর ভার কোনো মেশিনে মাপা যায় না। অন্যদিকে উসমানও মাকে না পেয়ে অস্থির। তার সামনে অন্য বাচ্চারা যখন তাদের মায়ের কাছে ছুটে যায়, তখন সে নিঃশব্দ চোখে তাকিয়ে থাকে-তাকে মায়ের কাছে কখন নিয়ে যাওয়া হবে?

বিচ্ছেদের পর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সাবিকুন নাহার বলেন, যা ঘটেছে তার অনিবার্য পরিণতি হয়তো আগেই জানা ছিল, কিন্তু জানার অনুভূতি পরে এসে স্পষ্ট হয়েছে। কিছু ভুল ছিল, কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিছু রাগ, কিছু অভিমান, কিছু সীমালঙ্ঘন হয়েছে। মানুষের পাশাপাশি শয়তানের প্ররোচনাও ছিল, যা দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছিল।

তার ভাষায়, হয়তো তাদের ভাগ্য এমনভাবেই লেখা ছিল। তাকদিরের কাছে বড় বড় মানুষও অসহায় হয়ে যান, যেমন গ্রহণের সময় চাঁদের আলো ম্লান হয়ে যায়। কিন্তু তাই বলে কি চাঁদ কলঙ্কিত হয়? তার কাছে আবু ত্বহা আজন্মই চাঁদ।

সাবিকুন নাহার বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বহু বাধা এসেছে। মনকে শুদ্ধ করে, চিন্তা পরিষ্কার করে তারা সেসব বাধা সরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত সন্তানেরা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে। এই ফিরে পাওয়া, তার ভাষায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

তিনি জানান, উসমান ও আয়িশা এখন তাদের দুই অভিভাবককে আবারও একসঙ্গে পেয়েছে। তাদের এই পুনর্মিলনই আজকের সবচেয়ে বড় শান্তি।

এসএইচ 

Wordbridge School
Link copied!