• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ, শেরপুরে ১৪৪ ধারা জারি


বগুড়া প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২২, ০৯:৫৫ এএম
বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ, শেরপুরে ১৪৪ ধারা জারি

বগুড়া : বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌর এলাকায় একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়ায় সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে শেরপুর পৌর বিএনপি কেন্দ্রীয় কর্মসুচী হিসাবে বিশাল বিক্ষোভ সমাবেশ এবং  শেরপুর পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে একই সময়ে বিএনপির অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

একই স্থানে একই সময়ে দুটি সমাবেশের ঘোষণা দেয়ায় শহর জুড়ে টান টান উত্তেজনার সৃষ্টি হয়। রাতে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ময়নুল ইসলাম শেরপুর বাসষ্ট্যান্ডে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারী করেন।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম সোনালীনিউজকে জানান, শেরপুরে করতোয়া বাসষ্ট্যান্ড এলাকায় শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করে সকল প্রকার সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!