• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২৩, ০৬:২৩ পিএম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: শারীরিক অসুস্থতা নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঠান্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, স্যারের (মন্ত্রী) বুকে কফ জমেছে। এছাড়া ঠান্ডা ও সর্দির সমস্যাও আছে। গত পাঁচদিন ধরে স্যার বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে।

অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!