ঢাকা: গণধর্ষণ ও হত্যা মামলার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামি মোঃ মাসুমকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (৬ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ির সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক ছিলো মো. মাসুম। তাকে ধরতে বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ২০০২ সালের ০১টি গণধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলায় ২০০৬ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনালীনিউজ/এলআই/এম







































