• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্লাইট এক্সপার্ট বন্ধ, এমডির দেশত্যাগের গুঞ্জন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ১১:০০ এএম
ফ্লাইট এক্সপার্ট বন্ধ, এমডির দেশত্যাগের গুঞ্জন

ঢাকা: অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে—কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ দেশ ছেড়েছেন।

খবরে জানার পর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত টিকেট এজেন্সির মালিক ও অগ্রিম অর্থ পরিশোধ করা গ্রাহকরা মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ফ্লাইট এক্সপার্টের এমডি অফিসে আসছেন না, আত্মগোপনে চলে গেছেন বলে শুনছি। তিনি দেশও ছেড়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে। ভুক্তভোগীরা এসে অফিসে জড়ো হয়েছিলেন, তবে বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে মৌখিকভাবে কয়েকজন অভিযোগ করেছেন এবং পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে।

এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, এমডি সালমান বিন রশিদ শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবারসহ বিদেশে চলে যান এবং কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

সালমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট এয়ারলাইন্স টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন সেবা দিত। সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিংয়ের সুযোগ থাকায় এটি দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিল।

ওএফ

Wordbridge School
Link copied!