• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুর কেমিক্যাল গোডাউনের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম
মিরপুর কেমিক্যাল গোডাউনের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি: সোনালীনিউজ

রাজধানীর মিরপুর রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তাজুল ইসলাম জানান, দ্বিতীয় দফায় বুধবার সকাল ১১ টা ৪০ মিনিট থেকে আগুন নেভানোর কার্যক্রম শুরু হয়। দুপুর ২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় শিয়ালবাড়ি এলাকায় আলম এন্টারপ্রাইজের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনে একটি পোশাক কারখানা ও নিচতলায় কেমিক্যাল গোডাউন ছিল। অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ায় বহু শ্রমিক আটকা পড়ে। উদ্ধার কাজ চলাকালীন পোড়া লাশ বের করতে দেখা যায় দমকল বাহিনীকে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবনে কেমিক্যাল গোডাউনের অবৈধ ও অননুমোদিত ব্যবস্থা করা হয়েছিল। ফলে আগুন ভয়াবহ রূপ নিলো এবং নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক জানান, ধাপে ধাপে অবকাঠামোর পরীক্ষা-নিরীক্ষা করে কেমিক্যালের বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। ভবনের অনেক অংশে ড্যামেজ হয়েছে, যা রাজউকের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, আলম এন্টারপ্রাইজের মূল ফটক তালা দেওয়া ছিল। তাই ভেতরে আর কেউ আছে কি না তা নির্ধারণ করতে অপারেশন চালানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে কেউ নেই।

এসএইচ

Wordbridge School
Link copied!