প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ৮টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় বেতন কমিশন ২০২৫।
সোমবার (২১ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ দাবি, প্রস্তাব ও মতামত তুলে ধরেন কমিশনের সামনে।
আরো পড়ুন: সরকারি চাকরীজীদের বড় সুখবর: বেতন বাড়ছে সর্বোচ্চ ৯৭ শতাংশ
যে ৮ সংগঠনের সঙ্গে বৈঠক হলো– বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি; স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।
সূত্র জানায়, বৈঠকে সংগঠনগুলো মূলত ন্যায্য বেতন কাঠামো, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধি, পদোন্নতির সুযোগ, পেনশন সুবিধা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কমিশনের সামনে উপস্থাপন করে।
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা এসব সংগঠনের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে শুনেন এবং তা কমিশনের কার্যক্রমে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
এর আগে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার সংগঠনের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসে কমিশন। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে ২০২৫ সালের মধ্যেই সরকারের কাছে তা পেশ করার কথা রয়েছে।
এম







































