• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৫, ০৩:৩৯ পিএম
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

ছবি: প্রতীকী

ঢাকা: সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। পাশাপাশি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরে বিএফএ। সংগঠনটি বলেছে, সব গ্রেডের সরকারি চাকরিজীবীর বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করা প্রয়োজন। এটি যেন সব স্তরের কর্মচারীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়, সেই দাবি জানানো হয়েছে।

লিখিত প্রস্তাবে আরও বলা হয়, বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। পাশাপাশি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

প্রস্তাবনায় শিক্ষা ভাতা একজন সন্তানের জন্য ২ হাজার এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা ৩ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার কথা বলা হয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন সুবিধা ১০০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি জানানো হয়। দায়িত্ব পালনকালে কেউ আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আরও প্রস্তাব করেছে, দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর জাতীয় পে কমিশন গঠন করা হোক। এতে মূল্যস্ফীতি ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের বেতন ও ভাতা সময়োপযোগীভাবে হালনাগাদ করা যাবে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!