• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১১তম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের বেতন বাড়বে কত?


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ০৯:০২ পিএম
১১তম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের বেতন বাড়বে কত?

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের আর্থিক সুবিধা ও পদমর্যাদা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সহকারী শিক্ষকদের বেতন এক লাফে দুই ধাপ উন্নীত করে ১১তম গ্রেডে উন্নীত করার জোরালো প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত কর্মকর্তাদেরও বেতন এক গ্রেড করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এটি নিয়ে পে কমিশনেও আলোচনা হয়েছে।’

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। সরকারের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন সরাসরি ১১তম গ্রেডে উন্নীত করা হবে। ১৩তম গ্রেডে মূল বেতন ১১ হাজার টাকা, আর ১১তম গ্রেডে তা হবে ১২ হাজার ৫০০ টাকা। দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি শিক্ষকদের জন্য একটি বড় অগ্রগতি।

গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করা হয়েছিল। তবে এতে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট ছিলেন। তাদের অভিযোগ ছিল, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ায় শিক্ষক সমাজে নতুন বৈষম্য তৈরি হয়েছে।

প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ‘প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড ঘোষণা করা হয়েছে, এখন দ্রুত বাস্তবায়নের কাজ চলছে।’

শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও এক ধাপ করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন ১০ম থেকে ৯ম গ্রেডে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ৯ম থেকে ৮ম গ্রেডে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ৭ম থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং বিভাগীয় উপপরিচালকদের বেতন ৫ম থেকে ৪র্থ গ্রেডে উন্নীত করার প্রস্তাব পাঠিয়েছে ডিপিই।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা কাঠামোর শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের বৈষম্য দূর হওয়ার পাশাপাশি পেশাগত মর্যাদা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 

Wordbridge School
Link copied!