• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল নিয়ে নতুন খবর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৪১ এএম
পে-স্কেল নিয়ে নতুন খবর

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন দাবি জানিয়েছে। অর্থ উপদেষ্টার ‘পে-স্কেল বাস্তবায়ন সম্ভব নয়’— ধরনের মন্তব্য প্রত্যাহার এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল কার্যকর করার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে এসব দাবি তুলে ধরেন বক্তারা। এসময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করে নবম পে-স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে হবে। এছাড়া ২০১৫ সালের পে-স্কেলে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা ফেরত দেওয়া এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পাশাপাশি পেনশন চালুর দাবি জানান তারা।

তারা আরও বলেন, বর্তমান গ্রাচ্যুইটি হার ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করতে হবে এবং ১ টাকা সমান ৫০০ টাকা হিসেবে পেনশন গ্রাচ্যুইটি নির্ধারণ করতে হবে।

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, “১৫ ডিসেম্বরের মধ্যে পে-কমিশনের সুপারিশ, ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্যও প্রত্যাহার করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামী ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!