ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় অংশ নিতে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫৪৪ এবং নারী ১৪ হাজার ৮৪১ জন।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা ইতোমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছেন। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মিশর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তাইওয়ানসহ বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত (শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত) মোট ৮৬ হাজার ১৩২ জন আবেদন করেছেন।
ইসি জানায়, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোটার ভোট দিয়ে নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাবেন রিটার্নিং কর্মকর্তার কাছে।
এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রয়োগ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বিদেশে প্রায় ৫০ লাখ ভোটার থাকায়, তাদের একটি উল্লেখযোগ্য অংশকে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত করাই ইসির অন্যতম লক্ষ্য।
এম







































