• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইন-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর অভিযান শুরু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:০৬ পিএম
আইন-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর অভিযান শুরু

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় এখন থেকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। 

রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘অভিযান চলমান আছে। নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এর অগ্রগতি জানানো হবে। প্রতিদিন প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে।’

এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আইজিপি, এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অংশ নেন।

চারজন নির্বাচন কমিশনার-আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ-সাথে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

এর আগেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠক করেন। ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!