• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদী হত্যাকাণ্ডের মোটরসাইকেল রহস্য, সন্দেহভাজন মালিক জামিনে মুক্ত 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৩৩ পিএম
হাদী হত্যাকাণ্ডের মোটরসাইকেল রহস্য, সন্দেহভাজন মালিক জামিনে মুক্ত 

ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নান জামিন পেয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর হাদিকে গুলি করার ঘটনার পর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। পরদিন ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড চলাকালে হান্নানকে একটি মোটরসাইকেল শোরুমের মালিকের মুখোমুখি করা হয়। এ ছাড়া বিআরটিএ সূত্রে তার নামে নিবন্ধিত দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া যায়। এর একটি সুজুকি জিক্সার এবং অন্যটি ইয়ামাহা ব্র্যান্ডের।

তদন্তে জানা গেছে, হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের। অথচ হান্নানের নামে নিবন্ধিত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫, যা একটি সুজুকি জিক্সার। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যাগত অমিল পাওয়া যায়। যে নম্বরের শেষে ৬ থাকার কথা, সেখানে ৫ শনাক্ত করা হয়েছে।

রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর আব্দুল হান্নানকে কারাগারে পাঠানো হয়। রোববার আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে শহীদ শরিফ ওসমান হাদিকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!