• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুমিল্লায় ২২ প্রার্থীর মধ্যে শিক্ষায় এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৪১ পিএম
কুমিল্লায় ২২ প্রার্থীর মধ্যে শিক্ষায় এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপি

ফাইল ছবি

ঢাকা: আসন্ন নির্বাচনে কুমিল্লায় ১১টি সংসদীয় আসনে ২২ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থীরা সম্পদে এগিয়ে রয়েছেন। আর শিক্ষায় এগিয়ে রয়েছেন জামায়াতের প্রার্থীরা। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এমন তথ্য বেরিয়ে এসেছে। এদিকে হলফনামায় দাখিল করা প্রার্থীদের সম্পদ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক প্রার্থীর সম্পদের পাহাড় থাকলেও হলফনামায় তা উল্লেখ না থাকায় সমালোচনা চলছে।

কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। জামায়াতের মনিরুজ্জামান বাহালুলের সম্পদের পরিমাণ ৪২ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা এমএসএস।

কুমিল্লা-২ আসনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সম্পদের পরিমাণ ৭ কোটি ৯০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দীনের সম্পদের পরিমাণ এক কোটি ২৮ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএ।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সম্পদ ১ কোটি ৬৬ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেলের সম্পদ ৬ কোটি ৩৫ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিকম। তিনি বিএনপি প্রার্থীর চেয়ে শিক্ষা ও সম্পদে এগিয়ে আছেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির সম্পদ ৩ কোটি ৯০ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি (ইঞ্জিনিয়ার)। এ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ।

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের সম্পদ ৭ কোটি ৮১ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের সম্পদ ৯৫ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।

কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সম্পদ ৪ কোটি ৪৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি। জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সম্পদ ৮৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ ।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদের সম্পদ ৫৫ কোটি টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এলএমএম। জামায়াতের প্রার্থী মাওলানা মোশারফ হোসেনের সম্পদ ৪২ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা কামিল।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট। জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলালের সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ।

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী দলটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সম্পদ ৮১ কোটি ৭৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। জামায়াতের প্রার্থী সরোয়ার সিদ্দিকীর সম্পদ ২ কোটি ৯৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার সম্পদ ৯ কোটি ২৯ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। জামায়াতের প্রার্থী ইয়াসিন আরাফাতের সম্পদের পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমফিল।

কুমিল্লা-১১ আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সম্পদের পরিমাণ ১০ কোটি ৮ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএসএস। জামায়াতের প্রার্থী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!