• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

করোনায় আক্রান্ত বিএনপির শীর্ষ পাঁচ নেতা


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ২, ২০২০, ০৯:০৬ পিএম
করোনায় আক্রান্ত বিএনপির শীর্ষ পাঁচ নেতা

ফাইল ছবি

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের পাঁচ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও স্বেচ্ছাবেক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল রয়েছেন। তারা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

রোববার (১ নভেম্বর) ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক মোর্শেদ হাসান খান ও আব্দুল কাদির ভূইয়া জুয়েলের করোনা পজিটিভি ধরা পড়ে।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি অনেকটা ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ৩১ অক্টোবর শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর পর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে গত ৩০ অক্টোবর নমুনা পরীক্ষায় জহির উদ্দিন স্বপনেরও করোনা পজিটিভ ধরা পড়ে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!