• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২১, ০৫:৪৩ পিএম
কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন এক যুবলীগ নেতা। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২নং আমলি আদালতে মামলার আবেদন করেন যুবলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন।

রিয়াজ উদ্দিন ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য।

মামলার আবেদনে বাদী লিখেছেন, ‘আবদুল কাদের মির্জার বক্তব্যের কারণে ভাঙ্গা উপজেলার এমপি নিক্সন চৌধুরী নোয়াখালী জেলা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তিনি  রাজনৈতিক বক্তব্য প্রদানকালে আযান হলে তখন তিনি বলেছেন, আযান ১০ মিনিট পরে দিলেও চলত।এতে ধর্মপ্রাণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার এই একাধিক কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যানের মানহানি হওয়ায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আসায় আমি বাংলাদেশ যুবলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে মামলা দায়ের করলাম।’ 

মামলায় বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেয়া তার একটি বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

তবে কোম্পানীগঞ্জ আমলী আদালতের বিচারক অনুপস্থিত থাকায় আগামী রোববার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!