• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন কাদের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৭:১৫ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন কাদের

ঢাকা : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি গেছেন। সেখানে মেদান্ত হাসপাতালে তিনি দেখাবেন।

রওনা হওয়ার আগে বিমানবন্দর থেকে সেতুমন্ত্রী বলেন, ছয় মাস আগেই আমার ফলোআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারির কারণে যেতে পারছিলাম না। বিকল্প হিসেবে দিল্লি যাচ্ছি ফলোআপ করাতে।

৬৯ বছর বয়সী কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!