• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ


নিজস্ব প্রতিবেদক জুন ২৭, ২০২৩, ১০:৪১ এএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে যান।

সিঙ্গাপুরে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, খন্দকার মোশাররফ নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সঙ্গে আছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার ও ছেলে খন্দকার মারুফ হোসেন।

এদিকে, বিএনপির এই বর্ষীয়ান নেতার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

দলীয় সূত্র জানিয়েছে, এর আগে ৮ দিন চিকিৎসা শেষে গত শনিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়। হাসপাতালে তার ব্রেইনে টিউমার ধরা পড়ে। এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!