• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিকেলে ১৪ দলের সমাবেশ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৩, ১০:৩২ এএম
বিকেলে ১৪ দলের সমাবেশ

ফাইল ছবি

ঢাকা: বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরে এই সমাবেশ হবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সমাবেশে কেন্দ্রীয় ১৪ দল নেতারা বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে বিরতি দিয়ে দিয়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। অবরোধ চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!