• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ওবায়দুল কাদের

সরকার বসে নেই, বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক  মার্চ ১৫, ২০২৪, ০১:৫৬ পিএম
সরকার বসে নেই, বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা এবং তার পরিশ্রম তার নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ পরবর্তী এদেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ, দক্ষ, জনপ্রিয় আর একজন নেতারও জন্ম হয়নি।’

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ এখনও বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনার কোন বিকল্প ভাবেনি।’

বাজার নিয়ন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বসে নেই। কাজ করে যাচ্ছে। ফল আসবে। ফল এক সময় আসবেই। কারণ কাজের আন্তরিকতায় কমতি নেই। তবে বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছেন। ক্ষমতা সন্নিকটে এমন আশা যে কর্মীদের দিয়েছিল সারা দেশের সে কর্মীরা হতাশ। বিএনপি নেতারা আন্দোলন করবে সে অবস্থা নেই। বিএনপি এখন  আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে। ক্ষমতা পরিবর্তন নিয়ে বিএনপি নেতারা এর আগেও অনেক কথা বলেছেন। এখনো মাঝেমধ্যে বলেন। ক্ষমতা এত কাছে! এটাতো দিবাস্বপ্ন। যারা দিবাস্বপ্ন দেখে তাদের দেখাটাই স্বাভাবিক। জনগণ বিএনপির সঙ্গে নেই। জনগণ আন্দোলনে নেই। জনগণ শেখ হাসিনার ওপর খুশি। শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল এবং তার সততা, পরিশ্রম, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ পরবর্তী শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ, পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের জন্ম হয়নি। বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প এখনো নেই।

সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এমএস

Wordbridge School
Link copied!