• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৫৬ পিএম
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর

ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রী কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ছাত্র-জনতা জাপার অফিসে ব্যপক ভাঙচুর চালায়।

কারা আগুন দিয়েছে প্রাথমিকভাবে সে সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তবে কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এরপর অফিসের সামনের দিকে অগ্নিসংযোগ করা হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে অফিসের সাইনবোর্ড সহ সরঞ্জামাদি ভাঙচুর চালায় ছাত্র-জনতা।

রাত ৯টার দিকে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ এসে কার্যালয়ের সামনে থেকে ছাত্র-জনতাকে সরিয়ে দেয়। তবে তারা রস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাতটার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থীকে পেটায় এবং ধাওয়া দেয় পার্টির নেতাকর্মীরা। 

পরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ডাকে শিক্ষার্থীরা ওই এলাকায় জড়ো হলে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। 

জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

আইএ

Wordbridge School
Link copied!