• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত: রিজভী 


মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:২৫ পিএম
হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত: রিজভী 

কুমিল্লা : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন না হলে আমাদের সকলকে ফাঁসি দিয়ে মেরে ফেলতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মত মানুষ মেরেছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধদের যেভাবে নৃশংস হত্যা করেছে, তা দেখে ছাত্র-জনতাসহ সারাদেশের মানুষ তার বিরুদ্ধে মাঠে নেমে বাজি রেখে তাকে উৎখাত করেছে। 

অ্যাডভোকেট রুহুল কবি রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব না। জনগণের সরকারের কাছে ক্ষমতা অর্পণ করুন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সির সভাপতিত্বে সভার প্রধান বক্তা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিগত ১৭ বছরে এই উপজেলায় দলের তেমন কোনো কার্যক্রম হয়নি, এর প্রধান কারণ ছিল সঠিক নেতৃত্বের অভাব এবং ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের দুঃশাসন। আজকে জাতীয়তাবাদী দলের সৈনিকরা তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবে। আগামী দিনে বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে হোমনা-মেঘনার বিএনপি শক্তিশালী অবস্থানে থাকবে। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী দলের দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, জালাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, ৮ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সংগঠনের নেতৃবৃন্দসহ সন্ধ্যা উপজেলা বিএনপির সভাপতি ও  সাধারণ সম্পাদক বৃন্দ।

এমটিআই

Wordbridge School
Link copied!