• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০৮:৫০ এএম
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দল

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দলটির নেতারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে পাঁচ-ছয়টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজের মাত্রা ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্টেন্ট (রিং) বসানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ মনে করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে দেশের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৭টায় অস্ত্রোপচার শুরু হবে। তিনি বলেন, “বিদেশে চিকিৎসার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান নিজ দেশের চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রেখে এখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

দলীয় নেতারা আরও জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় ও স্বাভাবিক আছেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগরের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ওএফ

Wordbridge School
Link copied!