• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০১:০৫ পিএম
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফল

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হৃদপিণ্ডে চারটি বাইপাস করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, তিনি আগামী সাত দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অস্ত্রোপচার শুরু হয়। দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির সার্জারিটি পরিচালনা করেন।

দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তে ডা. শফিকুর রহমানের দৃঢ়তা এবং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার আস্থা চিকিৎসকদের মধ্যে কৃতজ্ঞতা ও উৎসাহ জাগিয়েছে।

এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্যকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ শনাক্ত হয়, যার মধ্যে তিনটি ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। দীর্ঘ মূল্যায়নের পর, চিকিৎসকেরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকেই অধিক নিরাপদ ও কার্যকর বিবেচনা করেন।

চিকিৎসকদের প্রতি আস্থা রেখে এবং দেশেই চিকিৎসা গ্রহণ করে ডা. শফিকুর রহমান একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওএফ

Wordbridge School
Link copied!