• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কক্সবাজার ভ্রমণ: এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৩:১০ পিএম
কক্সবাজার ভ্রমণ: এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর। রাজনৈতিক পর্ষদের পূর্বানুমতি না নিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় এই নোটিশ জারি করা হয়। সংশ্লিষ্ট পাঁচ নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, “গতকাল ৫ আগস্ট, যা অভ্যুত্থান দিবস হিসেবে দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এবং একই সঙ্গে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস—সে দিন আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য কক্সবাজার সফরে যান। উক্ত সফর ব্যক্তিগত হলেও, এর কোনো পূর্ব তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদকে জানানো হয়নি, যা দলের শৃঙ্খলা পরিপন্থী।”

নোটিশে আরও বলা হয়, “পরিস্থিতি বিবেচনায়, আপনার এই সিদ্ধান্তের পেছনে থাকা কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।”

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতৃত্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। ফলে যেকোনো কেন্দ্রীয় নেতার দলীয় সিদ্ধান্ত অমান্য করাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ওএফ

Wordbridge School
Link copied!