• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘একাত্তরকে অতিক্রম করে চব্বিশে পৌঁছেছি’ — নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৫, ১০:০৭ এএম
‘একাত্তরকে অতিক্রম করে চব্বিশে পৌঁছেছি’ — নাহিদ ইসলাম

ঢাকা: চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি। একাত্তরের পক্ষে না বিপক্ষে—এই পুরোনো দ্বিধাভিত্তিক রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। যারা এটিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে অচল রাজনৈতিক কাঠামোয় ঠেলে দিতে চায়।”

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘৭১ এবং ২৪’ শিরোনামে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে নাহিদ এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, “চব্বিশ হলো একাত্তরের ধারাবাহিকতা। সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা—যা একাত্তরের চেতনায় ছিল—চব্বিশের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পুনঃঘোষিত হয়েছে। যেখানে মুজিববাদ একাত্তরকে ভারতীয় বয়ানে সীমাবদ্ধ করে জাতীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল, চব্বিশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে। এটি ছিল কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই।”

তিনি আরও লিখেছেন, “চব্বিশ থেকে আমাদের নতুন সূচনা প্রয়োজন—যা সেই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।”

নাহিদ বলেন, “রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করতে মুজিববাদসহ সব কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা আমাদের দায়িত্ব। একাত্তর ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি ও সম্মানজনক নীতি হিসেবে, কিন্তু আর রাজনৈতিক বৈধতার আধিপত্য করবে না। সাতচল্লিশও একইভাবে ঐতিহাসিক মর্যাদায় স্মরণীয় হবে, তবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”


ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “এখন রাজনীতি হতে হবে চব্বিশের ভিত্তিতে। যারা আবার একাত্তরে ফিরতে চায়, তারা নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। অনেকের জন্য চব্বিশ ছিল রাজনৈতিক প্রায়শ্চিত্ত, কিন্তু পুরোনো মতাদর্শে ফিরলে সেই অর্থ হারিয়ে যাবে। চব্বিশ প্রতিশোধের জন্য ছিল না—এটি জাতীয় ঐক্য ও পুনর্মিলনের ক্ষেত্র। এর চেতনা ঐকমত্য, সহমর্মিতা ও যৌথ দায়িত্বের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণে নিহিত।”

ওএফ

Wordbridge School
Link copied!