• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণভোট নিয়ে বিএনপি আবারও প্যাঁচ দিয়েছে, অভিযোগ জামায়াতের 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৫, ০৮:১৮ পিএম
গণভোট নিয়ে বিএনপি আবারও প্যাঁচ দিয়েছে, অভিযোগ জামায়াতের 

ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি গণভোটের বিষয়ে জনগণের চাপে রাজি হয়েছিল, কিন্তু এখন আবার প্যাঁচ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। ডা. তাহের বলেন, আমরা এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য। দীর্ঘ আলোচনার পর সংস্কারের বিষয়ে ঐকমত্যে একটি সনদ স্বাক্ষর করা সম্ভব হয়েছে, এ কারণে জামায়াতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি।

তিনি আরও বলেন, ৮০টির বেশি বিষয়ে একমত হয়েছি এবং এসব দ্রুত আইনি ভিত্তিতে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছি। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের ঘোষণা দাবি করেছি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একমত হয়েছেন, অন্যথায় আলোচনার কোনো অর্থ থাকবে না।

ডা. তাহের জানান, গণভোট ও জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়, তাই আলাদা সময়ে আয়োজন হওয়া উচিত। 

তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের অনেক বিষয়ে পরিবর্তন হবে। সে কারণে আগে অবশ্যই গণভোট হতে হবে।’

নোট অব ডিসেন্ট সংস্কার, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়েও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন ডা. তাহের। তিনি বলেন, প্রয়োজনে রদবদল লটারির মাধ্যমে করা যেতে পারে।

জামায়াতের নায়েবে আমির নোয়াখালীর ছাত্রশিবির কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার বিষয়ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন।

ডা. তাহের উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টার পাশে কিছু লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারণ তারা একটি দলের পক্ষে কাজ করছে। এজন্য আমরা সতর্ক থাকার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি।’

এসএইচ

Wordbridge School
Link copied!