ফাইল ছবি
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে চিঠি পৌঁছে দিয়ে আরপিও অধ্যাদেশের জোটভুক্ত দলের প্রতীকের সংশোধনীতে আপত্তি জানিয়েছেন।
বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও-এর ২০ ধারায় সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে একটি সংশোধনী অনুমোদন হয়েছে। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল যদি জোটভুক্ত হয়ে নির্বাচন করে, তখন তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এর আগে যে বিধান ছিল-জোটভুক্ত দল নিজের প্রতীকে বা অন্য দলের প্রতীকে ভোট দিতে পারবে-তার সঙ্গে আমরা একমত নই।”
সালাহউদ্দিন আরও জানান, আরপিওর অন্যান্য সংশোধনী যেমন ‘না’ ভোট, প্রার্থীদের জামানত বৃদ্ধি, নির্বাচন কমিশনের ক্ষমতা সম্প্রসারণ-এসবের সঙ্গে বিএনপি একমত পোষণ করেছে। তবে জোটভুক্ত দল নিজস্ব প্রতীকে বাধ্য থাকবে-এই বিধান তারা সমর্থন করছেন না।
তিনি বলেন, “আইনটি ভেটিংয়ের জন্য পাঠানো সময় অনানুষ্ঠানিকভাবে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তিনি আশ্বস্ত করেছিলেন যে বিষয়টি সরকারের নজরে আনা হবে। কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বিবেচিত হয়নি। তাই আমরা আজ আনুষ্ঠানিকভাবে কাগজটি উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি। নির্বাচনী স্বাধীনতা সংরক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ।”
সালাহউদ্দিন দাবি করেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, জোটভুক্ত দলগুলো যেন নির্বাচনে নিজের প্রতীকে বা জোটের অন্য দলের প্রতীকে অংশগ্রহণের স্বাধীনতা রাখে। “এতে জাতীয় সংসদে বহু দল ও আদর্শের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং আইন প্রণয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও জানান, আইন উপদেষ্টা বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সালাহউদ্দিন অভিযোগ করেন, নির্বাচন সংস্কার কমিশন তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করে হঠাৎ সংশোধনী আরোপ করেছে, যা সঠিক হয়নি।
এসএইচ







































