• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াতকে নিষিদ্ধের আহ্বান বিএনপি নেতা আলালের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৪:১০ পিএম
জামায়াতকে নিষিদ্ধের আহ্বান বিএনপি নেতা আলালের

ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিলেন, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে এখন প্রকাশ্যেই নিজেদের কার্যক্রম চালাচ্ছেন।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, জামায়াত এখন রূপ বদলানোর চেষ্টা করছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। তিনি মন্তব্য করেন, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।

তিনি বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।

এসএইচ 

Wordbridge School
Link copied!