• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকার কারণ জানালেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৪১ পিএম
সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকার কারণ জানালেন ফখরুল

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক সমাজে বিভক্তি তৈরি হওয়ায় তাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাববলয়ে চলে যান। এতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং সামগ্রিক সংকট আরও গভীর হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই অনেক সময় রাজনীতিকদের পকেটে ঢুকে যান। তিনি অভিযোগ করেন, এর প্রমাণ-বিগত সময়ে গণমাধ্যমগুলো নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল।

রাষ্ট্র কাঠামোর ওপরই সব পরিবর্তন নির্ভর করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে তা কতটা কাজে আসবে-সেই প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক ও উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!