• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানের ভিভিআইপি প্রটোকল নিয়ে রহস্য


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৫৬ পিএম
তারেক রহমানের ভিভিআইপি প্রটোকল নিয়ে রহস্য

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। প্রায় ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভিভিআইপি ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো তার নিরাপত্তায়ও এসএসএফ মোতায়েন করা হয়। খালেদা জিয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তের পর থেকেই তারেক রহমান দেশে ফিরলে তাকেও একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারেক রহমানকেও ভিভিআইপি ঘোষণার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত থাকবে। তবে বিষয়টি এখনও সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সকালে জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন নিরাপত্তা ইউনিটকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠিও পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকার তারেক রহমানকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। সেই প্রটোকলের আওতায় এসএসএফের নিরাপত্তা সুবিধাও থাকতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটেই তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতাদের দেশে ফেরার কথা রয়েছে। এই ফ্লাইট থেকে নিরাপত্তাজনিত কারণে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির বিষয় উল্লেখ থাকায় জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়াকে ওই ফ্লাইট থেকে প্রত্যাহার করা হয়। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২ মে খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও একই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছিল।

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্তের ব্যাখ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সে সময় জানিয়েছিলেন, তার বর্তমান শারীরিক অবস্থা, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা, নিরাপত্তা ও উচ্চ মর্যাদার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা এবং সম্ভাব্য ভিভিআইপি নিরাপত্তা নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের।

এসএইচ 

Wordbridge School
Link copied!