• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৫৬ পিএম
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন এবং আগামীকাল সকালে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। তাঁরা শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এই উপস্থিতিকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!