• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাবি না মানলে সারারাত ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩০ পিএম
দাবি না মানলে সারারাত ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ছবি: সংগৃহীত

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিনটি ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দাবি আদায় না হলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁদের ভাষ্য, দাবি মানা না হলে প্রয়োজনে রাতভর এই কর্মসূচি চলবে।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেন, কোন ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। দাবি আদায় না হলে এই অবস্থান কর্মসূচি দিনরাত চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে গুরুতর অনিয়ম হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো, সে প্রশ্নের উত্তর ইসিকে দিতে হবে। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ইসি কার্যালয়ের সামনে থেকেই সরবেন না।

আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা অতীতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু রাজপথ ছাড়বে না।

এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!