• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২৬, ০৯:০৯ পিএম
রাজধানীতে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের অতিরিক্ত সদস্য, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। ঘটনাস্থলে এখনও উত্তপ্ত অবস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এম

Wordbridge School
Link copied!