• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়ল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৩, ০৭:৪২ পিএম
সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়ল

ঢাকা: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। রাষ্ট্রদূত পদে তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেয় সরকার।

২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। ওই বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুরে মান্দারী গ্রামে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ১৯৮৬  সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!