• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

অপূর্ণ থেকে গেল ইতালিতে বসবাসকারী বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর স্বপ্ন


আন্তর্জাতিক ডেস্ক জুন ১০, ২০২৫, ০২:০১ পিএম
অপূর্ণ থেকে গেল ইতালিতে বসবাসকারী বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর স্বপ্ন

ঢাকা : অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা ১০ বছরের পরিবর্তে ৫ বছরে নামানোর প্রস্তাব, শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে গণভোটের আয়োজন করেছিল ইতালি। কিন্তু প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না হওয়ায় অপূর্ণ থেকে গেল দেশটিতে বসবাসকারী ২৫ লাখ প্রবাসীর নাগরিকত্ব লাভসহ বেশকিছু স্বপ্ন। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা ৫০ ভাগের বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই গণভোটে মতামত দিয়েছেন ইতালির মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ মানুষ। নাগরিকত্ব আইনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দিনব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতালিতে।

ইতালির বামপন্থি ও মধ্যপন্থি রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং শীর্ষ স্থানীয় একটি শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই গণভোটের আয়োজনে রাজি করিয়েছিল।

প্রস্তাবের সমর্থকরা জানিয়েছে, এই সংস্কার দেশটিতে বসবাসকারী প্রায় ২৫ লাখ বিদেশি নাগরিককে উপকৃত করতো এবং ইতালির নাগরিকত্ব আইনকে জার্মানি ও ফ্রান্সসহ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারতো। 

উল্লেখ্য দেশেটিতে ১৯৭৪ থেকে ১৯৯৫ সালের মধ্যে সংস্কার সম্পর্কিত ৯টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮টিতেই ভোটার উপস্থিতি প্রয়োজনীয় কোটা পূরণ করে। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩৪টি গণভোটের ৩০টিই পর্যাপ্ত ভোটার উপস্থিতির অভাবে বাতিল হয়ে যায়।

পিএস

Wordbridge School
Link copied!