• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২৫, ০৩:৫৯ পিএম
মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

ঢাকা : মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। দেশটির জোহর প্রদেশে আয়ার হিতাম শহর থেকে তাদের আটক করা হয়েছে।  

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ৬ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্দর বারু আয়ার হিতামে অপস বেলাঞ্জা, অপস সেলেরা, অপস সাপু এবং অপস কুটিপ অভিযানের মাধ্যমে মোট ৩২ জন বিদেশীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ রোসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, জেআইএম এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিটের গোয়েন্দা তথ্য এবং পর্যবেক্ষণের মাধ্যমে বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়াই কাজ করছে এবং বসবাস করায় এই বিদেশিদের আটক করা হয়।  

বন্দর বারু আয়ের হিতামের ১৬টি স্থানে পরিচালিত অভিযানে মোট ৬২ জন বিদেশী এবং স্থানীয় নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে  মোট ২০ জন পাকিস্তানি পুরুষ, নয়জন বাংলাদেশি পুরুষ এবং একজন পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ান মহিলাকে আটক করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!