• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ২২, ২০২৩, ০৭:০৪ পিএম
বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক

ঢাকা: রাজধানীতে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। ওই যুবকের নাম মো. মামুন। আজ বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আসাদগেট থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ফেরার পথে সার্জেন্ট পলাশ কুমার রায় দেখতে পান, আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক। পরে তিনি দৌড়ে তাকে ধরে ফেলেন। মামুনকে আটক করার পর তাকে পুলিশ বক্সে নিয়ে যান সার্জেন্ট পলাশ। পরে তেজগাঁও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গণপরিবহনে নাশকতা প্রতিরোধে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক তেজগাঁও বিভাগ। দায়িত্ব পালনের পাশাপাশি সড়কে চলাচল করা যানবাহনের নিরাপত্তায় সবসময় সজাগ রয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পাশাপাশি ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা নিয়মিত ডিউটিতে নিজেদের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নাশকতা প্রতিরোধে বিশেষ করে টিআই ও সার্জেন্টরা প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে নাশকতাকারীদের হাতে-নাতে ধরতে সক্ষম হচ্ছেন।’

এমএস

Wordbridge School
Link copied!