• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ


বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২৩, ২০২৪, ১১:৩৮ এএম
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ

ঢাকা: দেশের বাজারে এসারের সুইফট গো ১৪ সিরিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন দুটি ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। 

‘এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩’ ও ‘এসএফজি ১৪-৭৩টি’ মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ ও ইন্টেল৭ ১৫৫এইচ প্রসেসর থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়।

ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি ওএলইডি পর্দার ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি বিল্টইন ইন্টেল আর্ক গ্রাফিকস রয়েছে। ফলে ভালো মানের ভিডিও দেখা ও গেম খেলার পাশাপাশি সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ দ্রুত করা যায়।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ দুটির ধারণক্ষমতা যথাক্রমে ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট। দুটি ল্যাপটপেই ২ বছর পর্যন্ত বিক্রয়পরবর্তী সেবা পাওয়া যাবে।

এআর

Wordbridge School
Link copied!