• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

দেশের বাজারে কিউডির নতুন ওয়াইফাই রাউটার


তথ্য-প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২৭, ২০২৪, ০৬:৫৬ পিএম
দেশের বাজারে কিউডির নতুন ওয়াইফাই রাউটার

ঢাকা: দেশের বাজারে এলো কিউডি ব্র্যান্ডের নতুন ইন্টারনেট রাউটার।  যার মডেল ৩০০০ এস।  এই গিগাবিট রাউটারটি ডুয়াল কোর সিপিউ এবং ডুয়াল ব্যান্ড সমর্থন করে।

সর্বোচ্চ ২০০ টি ডিভাইস কানেক্ট করে চালানো যাবে এই রাউটারে। ডুয়াল ব্যান্ড সমর্থিত এই রাউটারটি ২.৪ ও ৫ গিগাহার্জ ব্যান্ডে ৫৭৪ মেগাবিট পার সেকেন্ড ও ২৪০২ মেগাবিট পার সেকেন্ড গতি পাওয়া যাবে।

সিপিউ হিসেবে এতে ব্যবহার হয়েছে মিডিয়াটেক এমটি৭৯৮১। ১.৩ গিগাহার্জ এর ডুয়াল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট রোম রয়েছে ৪ টি ফিক্সড এন্টিনার এই রাউটারে। রয়েছে ৫টি গিগাবিট ল্যানপোর্ট যা দিয়ে টিভিতে ফোর-কে ভিডিও স্টিমিং, গেম কনসোল, পিসি, প্রিন্টার কানেক্ট করে চালানো যাবে সাথে আছে ইন্টারনেট কানেকশন এর জন্য ১টি ওয়ান পোর্ট।

৭২২ ফিট ম্যাক্স রেন্জ দিতে পারে কিউডির এই রাউটার। রয়েছেঃ সিস্টেম, ইন্টারনেট, ডাবলুপিএস, ২.৪ গিগাহার্জ, ৫ গিগাহার্জ, ডাবলুএএন ও ল্যান প্রদর্শনের এর জন্য এলইডি লাইট।

কিউডির এই রাউটারটি একটি মেশ রাউটার, যা পরবর্তীতে অন্য কিউডি ডিভাইস এর সাথে মেশ দিয়ে কানেক্ট করে ব্যবহার করা যাবে। ভিপিএন সার্ভার এবং ডিএনএস ফাংশনালিটি সমর্থিত এই রাউটার কিউডি অ্যাপ দিয়ে ক্লাউড এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সহজ হবে।

কিউডি ডাবলুআর ৩০০০এস ওয়াইফাই ৬ রাউটার পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি - এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড রাউটার বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!