• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

এবার চীনের আলিবাবা নিয়ে এল নতুন এআই মডেল


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:৪২ পিএম
এবার চীনের আলিবাবা নিয়ে এল নতুন এআই মডেল

ঢাকা: প্রযুক্তি বিশ্ব যখন চীনের ডিপসিক এআই মডেলে আচ্ছন্ন তখন আরেক শীর্ষ চীনা প্রতিষ্ঠান আলিবাবা নিয়ে এসেছে নতুন এআই মডেল ‘কোয়েন ২.৫-ম্যাক্স’। চীনা নববর্ষের ছুটির দিনেই আলিবাবা তাঁদের ‘কোয়েন ২.৫’ এআই মডেলের সাম্প্রতিক এই ভার্সনটি রিলিজ করেছে। সক্ষমতার দিক দিয়ে নতুন মডেলটি ডিপসিকের উন্নত ভি৩ (ভিথ্রি) এআই মডেলকেও ছাড়িয়ে যাবে বলে দাবি এশিয়ার এই টেক জায়ান্টের। 

চীনা নববর্ষ উপলক্ষ্যে দেশটি’তে আজ ছিল জাতীয় ছুটি। এমন এক দিনে আলিবাবা কোয়েন ২.৫-ম্যাক্স ওপেন-সোর্স এআই মডেলটি উন্মুক্ত করায় অবাক হয়েছেন প্রযুক্তি জগতের অনেকেই। কেউ কেউ বলছেন, ডিপসিকের আকাশছোঁয়া সাফল্যের প্রেক্ষাপটে কিছুটা চাপে পড়েই তড়িঘড়ি করে নতুন আই মডেলটি নিয়ে আসতে বাধ্য হয়েছে আলিবাবা।

আলিবাবা’র ক্লাউড ইউনিট তাঁদের উইচ্যাট (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘পারফরম্যান্সের দিক দিয়ে কোয়েন ২.৫-ম্যাক্স মডেলটি…... জিপিটি-৪o, ডিপসিক-ভি৩ ও লামা-৩.১-৪০৫বি মডেলগুলোকেও ছাড়িয়ে গেছে।’ অর্থাৎ, আলিবাবার দাবি সত্যি হলে, কোয়েন ২.৫-ম্যাক্স মডেলটি চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং মেটার সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর চেয়েও বেশি সক্ষম।

গত ১০ জানুয়ারি উন্মোচিত হয় ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট- যার কেন্দ্রে ছিল তাঁদের ভি৩ (ভিথ্রি) লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)। এরপর গত ২০ জানুয়ারি ডিপসিকের এআই চ্যাটবটে যুক্ত হয় আর১ (আর ওয়ান) মডেলটিও। ওপেন-সোর্স এই মডেলটি গত কয়েনদিন ধরেই অ্যাপলের অ্যাপস্টোরে সর্বোচ্চ ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে। 

অ্যাপটির আকাশছোঁয়া জনপ্রিয়তার প্রেক্ষাপটে এরই মধ্যে আমেরিকার শেয়ারবাজারে এনভিডিয়ার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে দরপতন হয়েছে ব্যাপকহারে। ডিপসিকের এআই মডেলগুলো তৈরির খরচ যেমন অবিশ্বাস্যরকম কম তেমনি এগুলো ব্যবহারের খরচও প্রচলিত অন্যান্য এআই মডেলের তুলনায় অনেক কম। অথচ সক্ষমতার দিক দিয়ে ওপেনএআই’র ০১ ও মেটার লামা ৩.৩ মডেলগুলোর সমকক্ষ বলেই দাবি করা হচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!