• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফাইনালে উঠতে বরিশালের সামনে চ্যালেঞ্জিং টার্গেট


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২০, ০৩:৩১ পিএম
ফাইনালে উঠতে বরিশালের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

সংগৃহীত

ঢাকা : চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বরিশালের চাই ১৫১ রান। বেক্সিমকো ঢাকা আগে ব্যাট করে মুশফিক-ইয়াসির-আকবরের ব্যাটিংয়ে সংগ্রহ করেছে ১৫০ রান। সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ঢাকা। ২২ রানে হারায় টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে! 

তবে সেই ধাক্কা তারা সামাল দিয়েছে মুশফিক-ইয়াসিরের ৫০ রানের জুটিতে। অধিনায়ক মুশফিক ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রানের ইংনিস খেলে বিদায় নিয়েছেন। মুশফিক বিদায় নিলে আকবরকে সঙ্গে নিয়ে মিরপুরের ২২ গজে ঝড় তুলেছেন ইয়াসির আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আকবর। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলী আজও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান এসেছে দীর্ঘদেহী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। টুর্নামেন্টে যা তার দ্বিতীয় হাফসেঞ্চুরি।

কামরুল ইসলামের শেষ ওভারটি ঢাকার ব্যাটসম্যানরা কাজে লাগাতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে পেরেছে তারা। বরিশালের বোলারদের মধ্যে মেহেদী হাসান ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার। কামরুল ইসলাম ৪০ রানে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া তাসকিন ও শুভ নিয়েছেন একটি করে।

এলিমেনেটর রাউন্ডের এই ম্যাচে জয়ী দল ফাইনালে যাওয়ার পথে আরেকটি সুযোগ পাবেন। মঙ্গলবার তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন বিকালে অনুষ্ঠিতব্য জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে। এই ম্যাচটিতে যারা জিতবেন, তারা সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাবেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!