• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক নজরে টি-টেন লিগে সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২০, ০৩:৪৮ পিএম
এক নজরে টি-টেন লিগে সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

সংগৃহীত

ঢাকা : আগামী ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে টি-টেন লিগের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

বুধবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল টি-টেন লিগের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফট। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো দল সাজিয়েছে এবারের আসরে অংশ নিতে যাওয়া আট ফ্র্যাঞ্চাইজি।

টি-টেন লিগের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার। তারা হলেন-আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান ও তাসকিন আহমেদ।

একনজরে দেখে নিন সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

বাংলা টাইগার্স: ইসুরু উদানা (আইকন), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ডেভিড উইজে, চিরাগ সুরি, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, টম মুরে, মোহাম্মদ ইরফান, কায়েস আহমেদ এবং মুজিব উর রহমান।

মারাঠা অ্যারাবিয়ান্স: শোয়েব মালিক (আইকন), মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুক্তার আলী, প্রবীন থাম্বে, ঈষান মালহোত্রা, সোমপাল কামি, লরি ইভান্স, আমজাদ গুল, আবদুল শাকুর, মারুফ মার্চেন্ট এবং সৈয়দ শাহ।

পুনে ডেভিলস: থিসারা পেরেরা (আইকন), মোহাম্মদ আমির, নাসির হোসেন, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজন্তা মেন্ডিস, ডেভন থমাস, দারউস রাসুলি, হার্ডুস ভিলোজেন, আসিফ খান, মোহাম্মদ বুথা, দীনেশ কুমার, ভৃত্য অরভিন্দ, কেনার লুইস, করন কেসি এবং মুনিস আনসারি।

কালান্দার্স: শহীদ আফ্রিদি (আইকন), টম ব্যান্টন, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, সোহেল তানভীর, আসিফ আলি, হাসান আলি, সোহেল আখতার, ফিল সল্ট, সুলতান আহমেদ, ফায়াজ আহমেদ, আজমতউল্লাহ উমারজাই, মাজ খান, শারজিল খান, বেন ডাঙ্ক এবং খুরশিদ আনোয়ার।

দিল্লি বুলস: ডোয়াইন ব্রাভো (আইকন), অ্যাডাম লিথ, শেরফান রাদারফোর্ড, মোহাম্মদ নবী, আলি খান, এলভিন লুইস, দাসুন শানাকা, দুশমান্থা চামিরা, রহমানউল্লাহ গুরবাজ, সিরাজ আহমেদ, কাশিদ দাউড, ওয়াকার শালমাখীল, ফিডেল এডওয়ার্ডস, নাঈম ইয়ং এবং আমাদ বাট।

টিম আবু ধাবি: ক্রিস গেইল (আইকন), ক্রিস মরিস, নাভিন উল হক, আভিস্কা ফার্নান্দো, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ, নাজিবুল্লাহ জাদরান, বেন কক্স, উসমান শিনওয়ারি, কার্তিক মেইয়াপ্পান, লিওনার্দো জুলিয়েন, রোহান মুস্তাফা, কুশাল মল্লা এবং অ্যালেক্স হেলস।

নর্দার্ন ওয়ারিয়র্স: আন্দ্রে রাসেল (আইকন), রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, রায়াদ এমরিদ, নুয়ান প্রদীপ, ফ্যাবিয়েন অ্যালেন, ব্র্যান্ডন কিং, জুনায়েদ সিদ্দিক, ওয়াহেদ আহমেদ, আমির ইয়ামিন, মহেষ তীকসানা এবং অ্যান্স ট্যান্ডন।

ডেকান গ্ল্যাডিয়েটর্স: সুনিল নারিন (আইকন), কলিন ইনগ্রাম, কিয়েরন পোলার্ড, লাহিরু কুমারা, আজম খান, রবি রামপল, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙা, প্রশান্ত গুপ্ত, জাহুর খান, হাফিজ উর রহমান, জিশান জামির, হামদান তাহির, মোহাম্মদ শাহজাদ, ইমরান তাহির এবং ইমতিয়াজ আহমেদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!