• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২১, ১২:৫৬ পিএম
ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দু’টি টেস্ট খেলতে এখন ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন সফরকারীরা।

রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনদিন পর কোভিড টেস্টের ফল নিয়ে নিজেদের অনুশীলনের সুযোগ পাবেন তাঁরা। এরপর ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 

আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দু’টি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এদিকে, ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

বাংলাদেশ সফরে আসার আগে করোনা পরীক্ষা করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। সেখানে করোনা পজিটিভ হয়েছেন দলটির পেসার রোমারিও শেফার্ড। তার বদলে ওয়ানডে সিরিজের জন্য কিওন হার্ডিং বহরে যুক্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে যারা থাকছে- জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কিওন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে আছেন – ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!