• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শেষ ওয়ানডে

২ পরিবর্তনে টাইগারদের সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৪, ২০২১, ০৬:৫০ পিএম
২ পরিবর্তনে টাইগারদের সম্ভাব্য একাদশ

সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ সফরে এসে রীতিমতো ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে হোয়াইওয়াশ এড়ানোর পরিকল্পনায় মাঠে নামবে জেসন মোহাম্মদের দল। সোমবার বেলা সাড়ে ১১টায় সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। 

যদিও করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ১০জন তারকা ক্রিকেটার। সেই দিক থেকে দুই দলের বিবেচনায় অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে টাইগাররা। কাগজে কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও পরিসংখ্যানে ক্যারিবীয়দের তুলনায় একধাপ পিছিয়ে স্বাগতিকরা।  

অতীতে ৩৯ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-উইন্ডিজ। তার মধ্যে ক্যারিবীয়রা জয় পায় ২১ ম্যাচে, বাংলাদেশ জিতে ১৬ ম্যাচে। দুই ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।

এদিকে প্রথম দুই ওয়ানডে জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে কিছু পরিবর্তন আনতে চায়। এমন আভাসই দিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে দলীয় অধিনায়ক তামিম ইকবাল খান বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা এখনও একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’ 

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে শেষ ম্যাচের আগে এটি কোনও উদ্বেগজনক বিষয় নয়। সবারই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনও খেলার সুযোগ পাননি, তারা সবাই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত, তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’

তামিমের কথা অনুযায়ী টাইগার একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। মোস্তাফিজকে বিশ্রামে দিয়ে তার যায়গায় আসতে পারে তাসকিন। আর রুবেল হোসেনের যায়গায় সাইফউদ্দিন ইন হতে পারেন।  

এদিকে পরিবর্তন আসতে পারে উইন্ডিজ দলেও। প্রথম দুই ম্যাচে পরাজিত দলটি নিশ্চয়ই চাইবে ধবলধোলাই এড়াতে সেরা দল নিয়ে মাঠে নামতে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন/সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।  

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকগার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনকেরুমা বোর্ন, রোভম্যান পাওয়েল, রায়মন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!